টপ পোষ্ট

গুগল কর্মীদের বিক্ষোভ

0

নারী কর্মীদের প্রতি কোম্পানির মনোভাবের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন গুগল কর্মীরা। স্থানীয় সময় ১১টার দিকে তারা তাদের অফিস থেকে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান।

যেভাবে নারী কর্মীদের যৌন হেনস্থার অভিযোগের মোকাবিলা করা হয়, যেভাবে জোর করে মামলা তোলার চাপ দেওয়া হয়, তার বিরুদ্ধেই সোচ্চার কর্মীরা। তারা চান, মহিলা কর্মীরা যাতে মামলা করতে পারেন। খবর বিবিসি।

গুগল প্রধান নির্বাহী কর্মীদের এই পদক্ষেপের সমর্থন করেছেন। সব কর্মীকে ইমেলে তিনি বলেছেন, তাদের ক্ষোভ এবং হতাশার সহমর্মী তিনি।

সম্প্রতি গুগল কর্মীদের অভিযোগের মাত্রা বেড়েছে। গুগলের এক উচ্চপদস্থ অফিসার অ্যান্ডি রুবিনের বিরুদ্ধে যৌন হেনস্থার বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও কোম্পানি ছাড়ার সময় তাকে ৯ কোটি ডলার দেওয়া হয়।

যৌন হেনস্থার অভিযোগে মঙ্গলবার আরও এক কর্মকর্তা পদত্যাগ করেছেন। ইতিমধ্যেই গুগলের ৪৮ জন কর্মচারীকে যৌন হেনস্থার অভিযোগে কোনও টাকা ছাড়াই বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার যাঁরা বিক্ষোভ করেছেন, তারা তাদের ডেস্কে লিখে রাখেন, যৌন হেনস্থায় কোম্পানির মনোভাবের প্রতিবাদেই তারা অফিস ছেড়ে যাচ্ছেন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন