টপ পোষ্ট

বিয়ে করলে হৃদ্‌যন্ত্র ভালো থাকে!

0

বিয়ে নিয়ে নানা মুনির আছে নানা মত। কেউ এই দিল্লি কা লাড্ডুর জন্য উন্মুখ হয়ে থাকেন, কেউ দূরে দূরে থাকতেই ভালোবাসেন। আবার বিয়ের পর মুখ বেজার করা লোকের সংখ্যাও নেহাত কম নয়। তবে গবেষকেরা বলছেন, বিয়ে স্বাস্থ্যের জন্য ভালো; বিশেষ করে বেশি বয়সে পাশে একজন সঙ্গী থাকলে সুস্থ থাকবে আপনার হৃদ্‌যন্ত্র—স্ট্রোকের আশঙ্কাও কমবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সম্প্রতি মেডিকেল জার্নাল হার্ট-এ গবেষণাটির ইতিবৃত্ত প্রকাশিত হয়েছে। গবেষণার জন্য মূলত ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় দুই দশক ধরে জরিপ চালানো হয়। এতে অংশ নেন প্রায় ২০ লাখ মানুষ, যাঁদের বেশির ভাগেরই বয়স ৪২ থেকে ৭৭ বছর।

গবেষণায় দেখা গেছে, সংসারী দম্পতির তুলনায় তালাকপ্রাপ্ত, বিধবা বা কখনোই বিয়ে করেননি—এমন ব্যক্তিদের হৃদ্‌রোগে ভোগার হার বেশি। বিয়ে না করা ব্যক্তিদের হৃদ্‌রোগে মৃত্যুর হার প্রায় ৪২ শতাংশ এবং স্ট্রোকে মৃত্যুর হার ৫৫ শতাংশ। এ ক্ষেত্রে নারী-পুরুষভেদে খুব বেশি পার্থক্য হয় না।

রয়্যাল স্ট্রোক হসপিটালের কার্ডিওলজি বিভাগের গবেষক দলের প্রধান চুন ওয়াই ওং বলেন, ‘এসব ফলাফলে বোঝা যাচ্ছে যে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি মূল্যায়নে ব্যক্তির বৈবাহিক অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

৫ ভাগের ৪ ভাগ হৃদ্‌রোগের পেছনে থাকে কিছু ঝুঁকি। এসবের মধ্যে রয়েছে বয়স, উচ্চ রক্তচাপ, কোলেস্টরেলের উচ্চমাত্রা, ধূমপান, ডায়াবেটিস প্রভৃতি। গবেষকেরা বলছেন, এই তালিকায় যুক্ত হবে বৈবাহিক অবস্থাও।

তবে নিন্দুকেরা বলছেন, গবেষণাটি পর্যবেক্ষণমূলক। কোনো নিয়ন্ত্রিত পরীক্ষা চালানো হয়নি বলে এমন গবেষণার ক্ষেত্রে সুনির্দিষ্ট উপসংহারের পৌঁছানো কঠিন।

গবেষকেরা এক বিবৃতিতে বলেছেন, বিয়ের পর একজন আরেকজনের খোঁজখবর রাখেন। অনেক সময় ওষুধ খাওয়ার কথাও মনে করিয়ে দেন। আবার স্বামী-স্ত্রীর সংসারে দুজনেই রোজগার করলে, সেটিও আর্থিকভাবে চিন্তামুক্ত রাখে। এভাবে বিয়ে নানা দিক থেকে জীবন রক্ষা করে বলে মনে করেন সংশ্লিষ্ট গবেষকেরা।

অবশ্য বিয়ের সুফল জানানো গবেষণা এই প্রথম নয়। এর আগে আরেক গবেষণায় জানানো হয়েছিল, বিয়ে করলে নাকি স্মৃতিভ্রংশ হওয়ার আশঙ্কা কম!

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন