টপ পোষ্ট

‘ধোনির মহিলা ভক্তের হাতে’ বিশ্বকাপ জয়ের মুহূর্ত

0

আইপিএলের মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল ধোনির ট্যাটু৷ না মাহি নিজে কোনও ট্যাটু করাননি৷ মাহি ভক্তের করানো এক টুইট এখন সোরগোল ফেলে দিয়েছে৷

ভাইরাল হওয়া পোস্টটিতে দেখা যাচ্ছে ওয়াংখেড়েতে মাহির বিশ্বকাপ উইনিং হিটটি ট্যাটু করিয়েছেন এক মহিলা ফ্যান৷ নীল রঙা জার্সিতে ধোনির সেই হেলিকপ্টার শট মহিলা ফ্যানের হাতে রঙীন ট্যুাটুতে দারুণভাবে ফুটে উঠেছে৷ সেই ট্যাটুর নিচে আবার এম এস ডি লিখেছেন ঐ ভক্ত৷

২০১১ সালে ধোনির নেতৃত্বে ঘরের মাঠ ওয়াংখেড়ের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ জেতে ভারতীয় দল৷ ২ এপ্রিল, ২০১১-র সেই স্মরণীয় মুহূর্তকেই নিজের শরীরে বন্দি রাখতেই এমন উদ্যাগ নিয়েছেন মাহির ঐ মহিলা ফ্যান৷

মহিলা ফ্যানেদের কাছে মাহির জয়প্রিয়তা এমনিতেই একটু বেশি৷ চলতি আইপিএলে কলকাতায় কেকেআরের বিরুদ্ধে ধোনি যখন ম্যাচ খেলতে এসেছিলেন তখন তাঁর সমর্থনে প্ল্যাকার্ড হাতে প্রস্তুতি দেখতে ইডেন মুখো হয়েছিলেন একাধিক মহিলা ভক্ত৷ তাঁদের কারুর কারুর হাতে ছিল ‘মাহি, ওয়ান টু ম্যারি ইউ’ লেখা প্ল্যাকার্ড৷

ক্রিকেট কেরিয়ারের শেষদিকে এসেও ধোনির জয়প্রিয়তা যে আজও অটুট, সেটাই নতুন করে আরও একবার প্রমাণ মিলল মহিলা ভক্তের হৃদয়ে এমনভাবে ধোনির বিশ্বকাপ জয়ের মুহূর্ত বন্দি হওয়ায়৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন