টপ পোষ্ট

গাজায় রাতভর হামলা, নিহত অন্তত ৯২ জন

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন।

যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনার জন্যে হামাস আরও সময় চাওয়ার প্রেক্ষিতে ইসরায়েল নির্বিচারে এ হামলা চালিয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শনিবার রাতভর ইসরায়েলের হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছে।

হামাসের মিডিয়া কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েল রাফার একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছে। এখানে বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিল।

জাতিসংঘ বলেছে, দুই লক্ষ লোকের বসবাসের রাফা শহরটিতে এখন গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি লোক আশ্রয় নিয়েছে।
এ প্রেক্ষিতে জাতিসংঘের মানবিক সংস্থার একজন প্রতিনিধি রাফার ভবিষ্যত নিয়ে শংকা প্রকাশ করেছেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গাজার উত্তরে অভিযান শুরু করা সামরিক বাহিনী দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে। তারা রাফা পর্যন্ত পৌঁছাবে।

এদিকে ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি নিয়ে প্যারিসে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

তবে লেবাননে হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান শনিবার বলেছেন, প্রস্তাবে কিছু বিষয়ের বিস্তারিত নেই। এ কারণে হামাস তার অবস্থান জানাতে আরও সময় নেবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।

শেয়ার করুণ

Comments are closed.