টপ পোষ্ট

বর খুঁজে দিতে জাকারবার্গকে অনুরোধ তরুণীর

0

বর খুঁজতে ফেইসবুকে নিজের বিজ্ঞাপন দিলেন কেরলের তরুণী। কেরলের মালাপুরমের বাসিন্দা জ্যোতি কে জি ফেইসবুক পোস্টে নিজের বিয়ের বিজ্ঞাপন দিয়ে লিখেছেন, ‘‌আমি অবিবাহিত। বিয়ে করতে আগ্রহী। উপযুক্ত কোনও পাত্র সন্ধানে থাকলে যোগাযোগ করুন। কোনও জাতি নিয়ে রক্ষণশীল নই। আমার বয়স ২৮, ফ্যাশন ডিজাইনিংয়ে বিএসসি করেছি। মা–বাবা নেই। দাদা মুম্বাইয়ে আর্ট ডিরেক্টর। বোন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে।’‌ এই লেখাটির সঙ্গে নিজের একটি ছবিও দিয়েছেন জ্যোতি।

২৬ এপ্রিলের পোস্টের পর ইতিমধ্যেই ৬০০০ শেয়ার হয়েছে। বেশ কয়েকটি বিয়ের প্রস্তাবও এসে পৌঁছেছে তাঁর কাছে।

শুধু ছবি আর চিঠি লিখে থেমে থাকেননি জ্যোতি। সরাসরি ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গকে চিঠি লিখে অনুরোধ করেছেন, তাঁর এই প্রচেষ্টাকে একটু এগিয়ে দিতে ফেইসবুকের মেইন নেটওয়ার্কের অংশ করতে। যাতে সহজেই বিশ্বের সর্বত্র পৌঁছে যায় তাঁর ফেইসবুক পোস্ট। জীবনসঙ্গী খুঁজতে কোনও কসুর রাখতে চান না জ্যোতি।

গত সেপ্টেম্বরে জ্যোতির মতই কেরলের চিত্রগ্রাহক রঞ্জিশ মঞ্জরিও ফেইসবুকের মাধ্যমেই নিজের জীবন সঙ্গী খুঁজে পেয়েছিলেন। সেই সুবাদে রঞ্জিশও জ্যোতির এই পোস্টকে শেয়ার করেছেন। তবে জাকারবার্গ জ্যোতির চিঠিতে সাড়া দেবেন কিনা সে বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন