টপ পোষ্ট

হাজারো কাজের সন্ধান মিলবে গুগলে!

0

সঠিক সুযোগের জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন? ঘরে বসে বসেই হাতের কাছে পেয়ে যেতে পারেন হাজারো সুযোগ৷ যোগ্যতা অনুযায়ী সঠিক কাজের সন্ধান দেবে গুগল৷

নিয়োগকর্তা এবং কর্মচারীর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য গুগলের এই উদ্যোগ৷

বিগত কয়েক মাস ধরেই গুগল ব্যবহারকারীদের জন্য নানা রকম নতুন সুযোগ সুবিধা আনছে৷ সেই তালিকায় রয়েছে ম্যাপ থেকে শুরু করে গুগল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত৷ ধারাবাহিকতা বজায় রেখেই গুগল নিয়ে এল এই নতুন ফিচারটি৷

নিত্যনতুন চাকরির খোঁজ দেবে নয়াফিচারটি৷ ইতিমধ্যেই গুগল একাধিক বড় সংস্থার সাথে যুক্ত হয়েছে৷ ওয়েবসাইট গুলির মধ্যে রয়েছে TimesJobs, Shine.cCom, LinkedIn৷ এখানে ছোট থেকে বড় সব সংস্থাই চাকরির সুযোগ পৌঁছে দিতে পারবেন ব্যবহারকারী কাছে সরাসরি৷

যেখানে ইউজাররা চাকরির খোঁজের পাশাপাশি নিজের বায়োডাটা নথিভুক্ত করতে পারবেন৷ জবখোঁজার প্রক্রিয়াটিকে দ্রুত করবে জবঅ্যালার্ট অপশানটি৷ ডেক্সটপ ছাড়াও অ্যাণ্ডয়েড ফোনেও পাওয়া যাবে এই সুবিধা৷

স্টেপ ১-গুগল সার্চ বারে ‘জব’ লিখে সার্চ করুন৷ ‘জব’ লেখা একটি বক্স আপনার স্ক্রিনে দেখতে পাওয়া যাবে৷

স্টেপ ২-বক্সটিতে ক্লিক করলে অনেক ধরনের অপশান দেখতে পাবেন৷ পছন্দের অপশান বেছে নিন৷ IT জব থেকে শুরু করে সবরকমের খোঁজই পেয়ে যাবেন এখানে৷

স্টেপ ৩– এভাবে পছন্দের জবের খোঁজ পেয়ে গেলে বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন নির্দিষ্ট অপশানটির উপর৷

স্টেপ ৪-আগ্রহী প্রার্থীরা সরাসরি জব লিস্টিং পেজটির উপর গিয়ে জবটিতে অ্যাপ্লাই করতে পারেন৷ গুগলের অ্যালার্ট ফিচারটি ইউজারদের পৌঁছে দেবে নতুন সুযোগ৷

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন