টপ পোষ্ট

ভূমিধসের ঝুঁকিতে ২ লাখ রোহিঙ্গা

0

পাহাড়ী ঢল ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে দুই লাখ রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের ১২টি ক্যাম্পে বসবাস করছে ১০ লাখের বেশি রোহিঙ্গা। এদের মধ্যে পাহাড়ী ঢল ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে রোহিঙ্গারা। তবে, অতি ঝুঁকিতে থাকা প্রায় ১ লাখ রোহিঙ্গাকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে প্রশাসন। আর দুর্যোগ মোকাবিলায় রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

২০১৭ সালের ২৫শে আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। পালিয়ে আসা রোহিঙ্গারা বন উজাড় করে পাহাড় কেটে ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছে। এদের মধ্যে প্রায় ২ লাখ রোহিঙ্গা আসন্ন বর্ষায় পাহাড় ধস ও বন্যার ঝুঁকিতে রয়েছে।

বেশি ঝুঁকিতে থাকা প্রায় এক লাখের মধ্যে এখন পর্যন্ত ১০ হাজার রোহিঙ্গাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। কুতুপালং ক্যাম্পের মধুরছড়ার পশ্চিমে পাহাড়ী এলাকায় ৫৪০ একর জমি অধিগ্রহণ করে উন্নয়নসহ সরকার শেড নির্মাণ করছে বলে জানান, কক্সবাজার’র শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

এদিকে, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু জানান, জ্বালানির জন্য ক্যাম্পের আশপাশের আরও ৫ হাজার একরের বেশি সংরক্ষিত বন কেটে উজাড় করেছে রোহিঙ্গারা।

দুর্যোগ মোকাবিলায় বসবাস উপযোগী ঘর তৈরিসহ রোহিঙ্গাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন