টপ পোষ্ট

ফের শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৫১

0

অবরুদ্ধ গাজা ভূখন্ডের মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। বিমান হামলা হয়েছে জেনিন শহরেও। গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে ৯ হাজার। আরব দেশগুলো যুদ্ধবিরতির আহবান জানালেও এর বিপক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। তবে জো বাইডেন জানান, গাজায় মানবিক বিরতিতে কিছুটা অগ্রগতি হয়েছে।

শুধু গাজা নয়, বোমা হামলায় বিধ্বস্ত জেনিন শহর। ভোরে জেনিনে ইসরায়েলের বোমা হামলায় নিহত হয়েছেন বহু মানুষ।

এছাড়া, ফিলিস্তিনের পশ্চিম তীরে রাতভর ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলের সেনারা। আটক করেছে অনেক বেসামরিক ফিলিস্তিনিকে।

গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় নারী ও শিশুসহ অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। জাবালিয়াতেও হয়েছে বিমান হামলা।

বেশ কয়েকদিন ধরে গাজার অভ্যন্তরে শরণার্থী শিবিরগুলোতে অসংখ্য হামলা চালাচ্ছে ইসরায়েল । সেগুলোও আবার এমন সব এলাকায় যা অবরুদ্ধ এই ভূখণ্ডের সবচেয়ে ঘনবসতিপূর্ণ কিছু এলাকা বলে পরিচিত।

গাজায় যুদ্ধ বিরতির দাবি জানিয়েছে আরব দেশগুলো। দাবি নাকোচ করে যুক্তরাষ্ট্র বলছে, এতে হামাস আরও শক্তিশালী হবে।

তবে মানবিক বিরতি নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে জানিয়ে জো বাইডেন বলছেন, তার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে এই ইস্যুতেই কাজ করছেন।

শেয়ার করুণ

Comments are closed.