টপ পোষ্ট

২০০ কোম্পানির অংশগ্রহণে আসছে ‘৫ম আহকাব আন্তর্জাতিক মেলা’

0

আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর রাজধানীর কুড়িল বিশ্বরোডে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘৫ম আহকাব আন্তর্জাতিক মেলা-২০২৩’।

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের প্রায় ১০টিরও অধিক দেশের প্রায় ২০০টি কোম্পানি অংশগ্রহণ করবে। প্রাণিজ স্বাস্থ্য সেবা খাতে নিয়োজিত দেশি-বিদেশি কোম্পানিগুলো প্রায় ৫শ’টি স্টলের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকারণাদি উপস্থাপন করবে। মেলায় বিভিন্ন পণ্য প্রদর্শন ছাড়াও থাকবে সায়েন্টিফিক পেপার প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন দিনব্যাপী আয়োজিত মেলা থাকবে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত এবং দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ পরিবহনের ব্যবস্থা। এছাড়াও এ বছরই প্রথম পোলট্রি সেক্টরকে নতুন করে যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে এসব কথা বলে আহকাব (এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন বাংলাদেশ) নেতৃবৃন্দ। মেলায় বাংলাদেশ, চীন, কোরিয়া, পোল্যান্ড, রোমানিয়া, ভারত, জার্মানী, স্পেন, মিশর, থাইল্যান্ড, ভিয়েতনামসহ অন্যান্য দেশের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে -জানান নেতৃবৃন্দ।KSRM
সংবাদ সম্মেলনে মেলার সার্বিক আয়োজন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আহকাব সভাপতি সায়েম উল হক ও সাধারণ সম্পাদক মো. মহাসচিব মোহাম্মদ আফতাব আলম। সংবাদ সম্মেলনে আহকাব মেলার প্রেক্ষাপট ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি ডা. এম নজরুল ইসলাম। এছাড়াও আহকাব প্রতিষ্ঠার ইতিহাস ও মেলাকে আকষর্ণীয় ও কার্যকর করতে করণীয় সম্পর্কে আলোকপাত করেন সংগঠনটির আরেক সাবে সভাপতি মোমিন উদ দৌলা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলার আইটি ও মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির আহবায়ক মো. গিয়াস উদ্দিন খান (স্বপন)।

উল্লেখ্য, মেলাটি ২০১৮ সনের ১০ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে মোট ৪ বার পিছিয়ে যায় এবং চলতি বছরের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর নতুন তারিখ ঘোষণা করা হয়।

শেয়ার করুণ

Comments are closed.