টপ পোষ্ট

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ৬ ক্রিকেটার

0

গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১৬ ক্রিকেটার। এবার সেখান থেকে আরো ছয়জনকে বাদ দেয়া হয়। যদিও এ ব্যাপারে আগে থেকে আলোচনা চলছিলো। গত সোমবার (১৬ এপ্রিল)  ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান জানালেন, এবার সংখ্যাটা কমবে।

অবশেষে বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিসিবির পরিচালনা পরিষদের সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হলো। গতবছরের কেন্দ্রীয় চুক্তির ১৬ জন থেকে ৬ জনকে বাদ দেয়া হয়েছে । বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান।

১৬ এপ্রিল আকরাম খান বলেছিলেন, গত বারের ন্যায় এই এপ্রিলেও বেতন বাড়ছে মাশরাফি-সাকিবদের।

ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জন ছিল, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি। আজ বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা:-

এ+ গ্রেড (৪ লাখ টাকা): মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
এ গ্রেড (৩ লাখ টাকা): মাহমুদউল্লাহ রিয়াদ।
বি গ্রেড (২ লাখ টাকা): মুমিনুল হক।
সি গ্রেড (১.৫ লাখ টাকা): রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ডি গ্রেড (১ লাখ টাকা): তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।

*অধিনায়ক দায়িত্বভাতা হিসেবে পান বাড়তি ২০ হাজার টাকা করে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন