টপ পোষ্ট

সরকার খালেদা জিয়াকে জীবিত মুক্তি দেবে না : গয়েশ্বর

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে না পারলে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি মিলবে না। জেলগেটেই তার লাশ নিতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স লাউঞ্জে প্রতিবাদ সভায় এসব কথা বলেন গয়েশ্বর। খালেদা জিয়ার মুক্তি ও এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এ সভার আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা যদি এই সরকারের পতন ঘটাতে না পারি তাহলে খালেদা জিয়ার মুক্তি হবে না, শেখ হাসিনাও আমাদের নেত্রীকে মুক্তি দেবে না। জেলগেটে তার লাশ ফেরত দেবে। আমাদের নেত্রীর লাশের জন্য জেলগেটে অপেক্ষা করতে হবে।’
গয়েশ্বর বলেন, ‘আমি জেল থেকে বের হওয়ার পর অনেকেই কম কথা বলতে আমাকে পরামর্শ দিচ্ছেন। কিন্তু কী করব, কথা না বললে তো মনের কথা মনেই থেকে যায়। সেই কারণেই বলছি, শেখ হাসিনার অধীনে যদি নির্বাচনে যাই তাহলে ২০১৪ সালের নির্বাচনে কেন গেলাম না? আর এখন নির্বাচনে গেলে জনগণকে কী জবাব দেব?’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। বিএনপিও ওই নির্বাচনে আসবে- এই কথা সকাল-বিকেল বলেন ওবায়দুল কাদের। এজন্য আমি যখন জেলে ছিলাম তখন একটা গ্রুপ আমাকে ম্যানেজ করার জন্য জেলে যাবেন এমন কথাও শুনেছিলাম।’

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আমাদের ঐক্য হতে হবে। তবে সেই ঐক্য যেন মান্নান ভূঁইয়ার মতো না হয়। খালেদা জিয়াকে আর তারেক রহমানকে বের করে দিয়ে নয়। আমরা আগামী দিনে নির্বাচনে যাব কী যাব না এটা নিয়ে শর্ত হতে পারে। কিন্তু একটা শর্ত হচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাব না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে নির্বাচনের কথা বলা হচ্ছে, আমাদের নেত্রীর মুক্তির দাবিকে পাশ কাটিয়ে। আমরা যদি নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায় করতে পারি তাহলে আমাদের নেত্রীও মুক্তি পাবে। খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাব নাকি তাকে ছাড়া যাব সেই নির্দেশনা তিনি দিবেন।’

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধূরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেত্রী শাম্মি আক্তার, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আক্তারুজ্জামান বাচ্চু ও ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন