টপ পোষ্ট

পাঁচ ঘণ্টা পর বাংলাদেশ ব্যাংকের সার্ভার সচল

0

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ৫ ঘণ্টা পর সচল হয়েছে। নেটওয়ার্কিংয়ে টেকনিক্যাল সমস্যার কারণে ব্যাংকের সার্ভার বিকল ছিল।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে সার্ভার ডাউন হওয়ায় ইন্টারনেট ব্যাংকিং সেবা বন্ধ ছিল।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডাউন হওয়ার পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ব্যাংকের সার্ভার। সন্ধ্যা ৬টার দিকে সমস্যার সমাধান হয়েছে। পুরো নেটওয়ার্কিং সিস্টেম এখন সচল।

মূলত কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনের সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থা বন্ধ ছিল। এনপিএসবি’র মাধ্যমে দৈনিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়। এটি অফ থাকলে এসব লেনদেন বন্ধ থাকে এবং চেক ক্লিয়ারিংসহ স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তিতে সমস্যা হয়।

শেয়ার করুণ

Comments are closed.