টপ পোষ্ট

অস্কারে সেরা ফিচার চলচ্চিত্র ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

0

৯৫তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে জার্মানির এডওয়ার্ড বার্জার পরিচালিত ছবি অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।

১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের উপন্যাস অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট অবলম্বনে তৈরি হয়েছে একই ছবিটি। ছবির গল্প প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি।

সেরা সহশিল্পী হয়েছেন কে হুয়ে কুয়ান এবং জিমি লি কার্টিস।

৬২ বছরের ঐতিহ্য ভাঙতে যাচ্ছে চলতি বছরের অস্কারে। এবার লালের জায়গা নিচ্ছে নীল শ্যাম্পেন রঙ। গোটা বিশ্বের তারকারা হেঁটে যাবেন শ্যাম্পেন রঙের কার্পেটের উপর দিয়ে।

আসরটির এবারের সঞ্চালক জিমি কিমেল।

তাছাড়া আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে একটি কমলা রঙের তাঁবু খাটানো হবে অতিথিদের জন্য।

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা )।

শেয়ার করুণ

Comments are closed.