টপ পোষ্ট

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

0

সিটি মেয়রের সঙ্গে বৈঠকের পর ৭ দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে খুলনার চিকিৎসকরা।

শনিবার সকালে খুলনার বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র তালুকদার আবদুল খালেক।

এসময়ে মেয়র চিকিৎসকদের কর্মসূচি স্থগিতের অনুরোধ জানালে বিএমএ নেতারা ৭ দিনের জন্য কর্মবিরতি স্থহিতের ঘোষণা দেন।

এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক কোন সিদ্ধঅন্ত ছাড়াই শেষ হয়। ওই সময় চিকিৎসকরা অভিযুক্ত এএসআই নাঈমকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি পালনে অনড় ছিলেন।

চিকিৎসকদের টানা ধর্মঘটে অবর্ণনীয় দুর্ভোগে পোহাচ্ছেন জেলার রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন অনেকে।

প্রসঙ্গত, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ নিশাত আব্দুল্লাহর উপর হামলাকারী পুলিশের এসআই নাঈমুজ্জামানকে গ্রেফতার ও তার স্ত্রী নুসরাত জাহানের দায়ের করা কাউন্টার মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।

কর্মবিরতির কারণে চরম সংকটে পড়ে খুলনার চিকিৎসা ব্যবস্থা।

শেয়ার করুণ

Comments are closed.