টপ পোষ্ট

যুক্তরাষ্ট্রে ৯ হাজার পাগড়ি পরে বিশ্ব রেকর্ড গড়লেন শিখ সম্প্রদায়

0

মাথায় পাগড়ি পরে বিশ্ব রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের শিখ সম্প্রদায়। নিউ ইয়র্কের স্কয়ারে ৯ হাজার ব্যক্তি একসঙ্গে মাথায় পাগড়ি পরে বিশ্ব রেকর্ড গড়েন। পাঞ্জাবিদের সবচেয়ে বড় উৎসব বৈশাখী উপলক্ষে শিখ সম্প্রদায়ের বার্ষিক পাগড়ি দিবসের আয়োজন করা হয়। এ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটা নানা অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোই ছিল এই আয়োজনের মুল উদ্দেশ্য।

একটি অলাভজনক সংগঠনের প্রতিষ্ঠাতা চানপ্রিত সিং জানিয়েছে, ৯ হাজার পাগড়ি বেঁধে তারা উত্তেজিত। কয়েক ঘণ্টায় বিশ্ব রেকর্ড করতে পারায় তারা অভিভূত। সংগঠনটি এই বিশ্বরেকর্ড করতে পারায় গিনেজ কর্তৃপক্ষের কাছ থেকে একটি সার্টিফিকেটও পেয়েছেন তারা।

অসংখ্য শিখ এবং আমেরিকান পাগড়ি দিবস উপলক্ষে টাইমস স্কয়ারে উপস্থিত থেকে এই ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করেন। তারা নানা ভাবে শিখ সংস্কৃতিকে তুলে ধরবার চেষ্টা করেন পাগড়ি বাঁধার সময়।

৯/১১ হামলার পর থেকে মুসলিম সন্দেহে বিব্রতকর অবস্থার মুখে পড়েছে অনেক শিখ। তাই প্রবাসী শিখরা এই পাগড়ি দিবসের মাধ্যমে প্রমানের চেষ্টা করেছেন তাদের নিজস্ব সংস্কৃতি পাগড়ি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন