টপ পোষ্ট

শস্য রপ্তানি চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে রাশিয়া

0

ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপলে রুশ নৌবহরে ব্যাপক ড্রোন হামলার ঘটনায় ইউক্রেন থেকে শস্য রফতানির চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে রাশিয়া।

শনিবার দুপুরে ক্রিমিয়া উপকূলের সেভাস্তপোলে রাশিয়ার নৌবহরের উপর ড্রোন হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ড্রোন হামলায় রুশ নৌবহরের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। নৌবহরে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।

রাশিয়া বলছে, একই ব্রিটিশ ইউনিট গত মাসে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে জড়িত ছিল।

ইউক্রেন হামলার কথা অস্বীকার করেছে। আর, যুক্তরাজ্য দাবিটিকে দৃঢভাবে প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি পুরোপুরি মিথ্যা।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ইউক্রেনে উৎপাদিত শস্য রফতানি বন্ধ ছিল। বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কায় রফতানি চালু করতে জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়।

শেয়ার করুণ

Comments are closed.