টপ পোষ্ট

ফুটবল ইতিহাসে ‘একটি প্রথমের জন্ম’ দিলেন রোনালদো

0

চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়েছেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গড়েছেন টানা ১০ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি। শুধু তাই নয়, নিজেকেই ছাড়িয়ে গিয়ে করেছেন চ্যাম্পিয়ন্স লিগের দ্রুততম গোল।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের প্রথম দুই গোলই করেছেন রোনালদো। মার্সেলোর করা অপর গোলেও অবদান রাখেন সিআর-সেভেন।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে দুই মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় ইসকোর নীচু ক্রসে প্রথম ছোঁয়ায় রেকর্ড গড়া গোলটি করেন রোনালদো। তার করা ১১৮ চ্যাম্পিয়ন্স লিগ গোলের মধ্যে এটাই দ্রুততম। ক্লাব এবং দেশের হয়ে এটি ছিল তার ৬৪৮ নম্বর গোল। আর ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়ে এটা রোনালদোর ২২তম গোল। দ্বিতীয় গোল করার পর টুর্নামেন্টে সব মিলিয়ে তার গোল হলো ১১৯টি।

এদিকে, গত মাসে শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির মাঠে গোল করেছিলেন রোনালদো। সেই গোলে রুড ফন নিস্টলরয়ের টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন পর্তুগিজ তারকা। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কীর্তিটি গড়েছিলেন ডাচ ফরোয়ার্ড নিস্টলরয়। এই নিয়ে ইউরোপ সেরার মঞ্চে শেষ ১০ ম্যাচে মোট ১৬টি গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। গত আসরের ফাইনালে জোড়া গোল করার পর চলতি মৌসুমে করেছেন ১৪টি।

ম্যাচের ৬৪তম মিনিটে দানি কারভাহালের ক্রসে দারুণ এক বাইসাইকেল কিকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে তার গোল হলো ৯টি। প্রতিযোগিতার ইতিহাসে একক কোনো দলের বিপক্ষে রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি। বায়ার্ন মিউনিখের বিপক্ষেও রোনালদোর গোল ৯টি। আর্সেনালের বিপক্ষে ৯ গোল আছে বার্সেলোনা তারকা লিওনেল মেসির।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৯টি গোল করলেন রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন