টপ পোষ্ট

‘লবিস্টের পেছনে দুই মিলিয়ন ডলার খরচ করেছে বিএনপি’

0

মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্মের পেছনে তিন বছরে দুই মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭ কোটি টাকা) খরচ করেছে বিএনপি, এমন তথ্য জাতীয় সংসদে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, গত পাঁচ বছরে বিএনপি-জামায়াত যতগুলো লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, তার প্রতিটির যোগাযোগের ঠিকানা আছে, প্রতিটির লেনদেনের হিসাব আছে। কে দিয়েছেন, কোন অ্যাকাউন্টে নিয়েছেন, সবকিছু আছে। এর তদন্ত দাবি করেন তিনি।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, একটি লবিস্ট ফার্মের সঙ্গে ২০১৫ সালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের ঠিকানায় মাসিক ৫০ হাজার ডলারের চুক্তি হয়েছিল। তিন বছর তা অব্যাহত ছিল। খরচ হয় ২ মিলিয়ন ডলার। এমন ১০টি ডকুমেন্টের তথ্য আমার কাছে আছে।

শাহরিয়ার আলম বলেন, নির্বাচন কমিশনের কাছে প্রতিটি দল বছর শেষে হিসাব-নিকাশ প্রকাশ করে। বিএনপিকে জিজ্ঞেস করতে হবে এই টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে গেছে কি না। তিনি এর তদন্ত দাবি করেন। উত্তর চান নির্বাচন কমিশনের কাছে।

সংলাপে যোগ না দেয়ায় বিএনপি’র সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ না দিয়ে বিদেশের দরজায় কড়া নেড়ে লাভ হবে না। বিএনপি এর আগেও মার্কিন গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে নিবন্ধ লিখেছে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের ১৬ কোটি মানুষ। পৃথিবীর অন্য কোনো দেশ যত শক্তিশালী হউক না কেন, তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা রাখে না।

শেয়ার করুণ

Comments are closed.