টপ পোষ্ট

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সোশ্যাল মিডিয়ার তথ্য দিতে হবে

0

যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করতে হলে এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারিত তথ্য দিতে হবে।

নতুন এই নিয়ম যেকোনো দেশের এবং যেকোনো ক্যাটাগরিতে আবেদনকারীর জন্যই প্রযোজ্য হবে। ট্রাম্প সরকারের অভিবাসন নীতিতে শীঘ্রই এই সংযোজন আসবে বলে গত শুক্রবার জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের দেওয়া নতুন এই প্রস্তাব অনুযায়ী, গত পাঁচ বছরে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম আবেদনকারী ব্যবহার করেছেন, তার মাধ্যমে আবেদনকারীর মানসিকতা খতিয়ে দেখে তাদের যাচাই করা হবে।

জঙ্গি সন্ত্রাসীদের সে দেশে প্রবেশ বন্ধ এবং নিরাপত্তায় সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়।

তবে, কূটনীতিক ও সরকারি ক্যাটাগরিতে আবেদনকারীদের এ ব্যাপারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে না বলেও প্রস্তাবে উল্লেখ আছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন এই ভিসা ফরমের আওতায় আসবেন প্রায় ৭ লাখ ১০ হাজার ইমিগ্রান্ট এবং ১ কোটি ৪০ লাখ নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারী।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন