টপ পোষ্ট

আফগান ত্যাগ ন্যাটো বাহিনীর বড় পরাজয় : মের্কেল পার্টি প্রধান

0

আফগানিস্তান থেকে পশ্চিমা সৈন্যের প্রত্যাহার হচ্ছে ন্যাটো প্রতিষ্ঠার পর তাদের জন্য এটা ‘সবচেয়ে বড় পরাজয়’। সোমবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের দলের প্রধান এমন কথা বলেন। খবর এএফপি’র।

ন্যাটো সৈন্য প্রত্যাহারের পর তালেবান দ্রুত ক্ষমতা দখল করায় সিডিইউ পার্টি প্রধান অর্মিন লসচাট বলেন, ‘এখন এটি সুস্পষ্ট যে আন্তর্জাতিক গোষ্ঠীর এই অংশগ্রহণ সফল হয়নি। ন্যাটো বাহিনী প্রতিষ্ঠার পর তাদের জন্য এটা সবচেয়ে বড় বিপর্যয় এবং আমরা যুগারম্ভমূলক পরিবর্তনের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি।’

লসচাট বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটি থেকে জার্মান সৈন্যদের সরিয়ে নেয়ার অভিযানের ওপর অবশ্যই সবচেয়ে বেশি জোর দিতে হবে। তিনি হচ্ছেন সেপ্টেম্বরের নির্বাচনে চ্যান্সেলর হিসেবে মের্কেলের উত্তরাধিকারী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সিডিইউ’র প্রার্থী।

তিনি বলেন, ‘আমাদের মিত্র দেশ এবং আন্তর্জাতিক গোষ্ঠীকে সাথে নিয়ে এই উদ্ধার মিশনের পর এমন পরিস্থিতির কারণ ও পরিণামের ব্যাপারে আমরা আলোচনা করবো।’

শেয়ার করুণ

Comments are closed.