টপ পোষ্ট

২২ বছরে কত জল গড়াল! বয়স বাড়ল না একচুলও

0

ইন্টারনেট জুড়ে হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাংকরের মুখ। চীনের এক সংবাদমাধ্যমে ওয়েদার রিপোর্ট বর্ণনা করছেন তিনি। মজা একটাই। একটা ছবিতে লেখা ১৯৯৬ আর অন্যটিতে ২০১৮। মাঝে ২২ বছর কেটে গিয়েছে। অথচ একটু বদলাননি ইনি।

না, ফেক নয়। এটাই সত্যি। ফলমূল, শাকপাতা খেয়েও যারা বয়স কমাতে পারছেন আ, তাদের জন্য একটা হিংসার ব্যাপার তো বটেই। নাম ইয়াং দান। বয়স ৪৪। সবাই তাঁকে ‘এজলেস গডেস’ বলে বর্ণনা করছেন।

চীনের সোশ্যাল মিডিয়া ‘ওয়েবো’তে প্রথম ভিডিওটি পোস্ট করা হয়। নারী দিবসে সামনে আসে সেটি।

১৯৯৬ মানে যখন, ইউকের প্রধানমন্ত্রী ছিলেন জন মেজর আর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। তিনি সেই থেকে আজও একই রকম দেখতে। কি করে সম্ভব? ভেবে পাচ্ছেন না কেউ। অনেকেই তাঁর ওয়েদার রিপোর্ট দেখতে দেখতে বড় হয় গিয়েছেন। কিন্তু তাঁর চেহারায় কোনও পরিবর্তন নেই।

সবাই অবাক যে কিভাবে তাঁর চোখে-মুখে দু’দশকেও কোনও ছাপ পড়েনি।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন