টপ পোষ্ট

মাঝির প্রেম মাত্র বিশ দিনেই শেষ

0

একটি পুর্ণদৈর্ঘ্য  চলচ্চিত্র নির্মাণ করতে লাগে যেমন সময় তেমনি শ্রম। ভিন্ন ভিন্ন লোকেশনে শুটিংসহ আনুষাঙ্গিক কারণে ৬ মাস থেকে এক বছর সময় লেগে যায় একটি সিনেমার শুটিং শেষ করতে।

যদি বিরতিহীন ভাবে কাজ করা হয় তবুও  একটি পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শেষ করতে কমপক্ষে দেড় মাস সময় লেগে যায়।  তবে অবিশ্বাস্য হলেও সত্যি ‘মাঝির প্রেম’ শিরোনামের সিনেমাটি পুরো শুটিং মাত্র বিশ দিনেই শেষ করেছেন।

এ প্রসেঙ্গ রকিবুল আলম বলেন, ‘‘বিশ দিনেই ‘মাঝির প্রেম’ সিনেমার শুটিং শেষ করেছি। আজ ক্যামেরা ক্লোজ করেছি। এখন শুধু তিনটি গানের শুটিং বাকি আছে। এ গানগুলো কক্সবাজারে কয়েকদিন শুটিং করলেই শেষ হয়ে যাবে।’’

সিনেমায় চিত্রনায়িকা বিন্দিয়া কবিরের বিপরীতে অভিনয় করছেন বীরজান। গত ২৪ অক্টোবর থেকে সাভারে এ সিনেমার শুটিং শুরু হয়। সেখানেই একটানা এ সিনেমার শুটিং হয়। চট্টলা মুভিজের ব্যানারে নির্মিতব্য এ সিনেমায় বিন্দিয়া-বীরজান ছাড়াও অভিনয় করছেন, সাদেক বাচ্চু, রেবেকাসহ অনেকে। বিন্দিয়া অভিনীত সর্বশেষ ‘মার্ডার-টু’ শিরোনামের সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি পরিচালানা করেছেন এম এ রহিম।  বিন্দিয়ার বিপরীতে অভিনয় করেন শাহরিয়াজ। এ ছাড়াও বিন্দিয়া ‘রংবাজি’ সিনেমার শুটিং করছেন।

এদিকে বিন্দিয়া অভিনীত ‘মাস্তান পুলিশ’ সিনেমাটি আগামী ৬ জানুয়ারি সারা দেশে মুক্তি পাবে।  রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমায় বিন্দিয়ার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক কাজী মারুফ।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন