টপ পোষ্ট

চা বেচে মাসে ১২ লাখ টাকা!

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরুটা করেছিলেন চা বিক্রি করে। সেই চা ওয়ালা থেকে তিনি আজ প্রধানমন্ত্রী। সেই অনুপ্রেরণাতেই হয়ত চা বেচা শুরু করেন দেশটির এক সাধারণ নাগরিক নবনাথ ইউলে। তিনি প্রধানমন্ত্রী হতে পারেন নি ঠিক। তবে চা বেচে এখন তিনি লাখপতি।

চা বেচে মাসে ১২ লাখ টাকা আয় করেন ইউলে। অর্থাৎ, দিনে ৪০ হাজার টাকা। এ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ভারতের এক সাধারণ চা বিক্রেতা।

পুনের নবনাথ ইউলের এমন কীর্তি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্থানীয় পত্র-পত্রিকায়ও।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্রে জানা গেছে, বছর কয়েক আগে পুনে শহরে একটি চায়ের দোকান দিয়ে রোজগার শুরু করেছিলেন ইউলে। শুরুতে রোজগার ছিল খুবই সামান্য। তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন ছিল। কিন্তু হার না মেনে ধীরে ধীরে তিনি নিজের ব্যবসায় মন দেন।

অবশেষে সাফল্য আসতে শুরু হয়। চায়ের পাশাপাশি তার দোকানে মিলতে থাকে নানা ধরনের চপ। বর্তমানে পুনে শহরজুড়ে তিনটি চায়ের স্টল রয়েছে ইউলের। প্রতিটি স্টলে ১২জন করে কর্মী কাজ করেন।

ইউলের দাবি, চায়ের দোকান করে এই পর্যায়ে ব্যবসা করা সম্ভব খুব সহজেই। কিন্তু তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। আগামী দিনে তিনি ভারতের বাইরেও নিজের চায়ের স্টল খুলতে চান। দূর করতে চান বেকারত্ব।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন