টপ পোষ্ট

পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন  

0

পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদাস ঘাটে একটি দোতলা টিনশেড ঘরে ওই গুদামে আগুন লাগে।

অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান তিনি।

চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বলেন, “ওই ঘরে প্লাস্টিকের দানার গুদাম ছিল। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দা ফারুক বলেন, ওই গুদামের আশপাশে কয়েকটি ‘স’ মিল রয়েছে। আগুন বাড়লে সেখানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, তবে তা হয়নি।

শেয়ার করুণ

Comments are closed.