টপ পোষ্ট

ঢাকায় মৃত্যু, রাতের আঁধারে সিরাজগঞ্জে দাফন

0

করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত একজনের লাশ রাতের আঁধারে সিরাজগঞ্জে দাফন করা হয়েছে। তবে এসময় তার কোন আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন না।

পরিবারের ইচ্ছা অনুযায়ী সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে মালসাপাড়া কবরস্থানে পুলিশি পাহারায় তাকে দাফন করা হয়। এর আগে সন্ধ্যায় একটি অ্যাম্বুলেন্সযোগে তার স্ত্রী মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে নিয়ে আসেন।

মৃত ওই ব্যক্তি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউপির গজারিয়া গ্রামের বাসিন্দা। ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি ঢাকায় রিয়েল স্টেট ব্যবসা করতেন। দীর্ঘদিন সিঙ্গাপুর থাকার পর ঢাকায় বসবাস করে আসছিলেন। পাশাপাশি তিনি কিডনি রোগেও ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ বিষয়ে সদর থানার এসআই আবু জাফর সাংবাদিকদের জানান, ‘করোনা সন্দেহের কারণে হোম কোয়ান্টোইনে থাকা অবস্থায় সোমবার সকালে ওই ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যেহেতু মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের বাড়ি সিরাজগঞ্জে তাই তার পরিবারের লোকজন প্রশাসনের সাথে যোগাযোগ করে তাকে নিজ এলাকায় দাফনের অনুরোধ জানায়। সে অনুযায়ী তার স্ত্রী তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন।’

তবে, সিরাজগঞ্জে তার জানাযা হয়নি। লাশ দাফনের পরই মৃত ব্যক্তির স্ত্রী অ্যাম্বুলেন্স নিয়ে চলে যান বলে জানান তিনি।

শেয়ার করুণ

Comments are closed.