টপ পোষ্ট

ট্রাম্পের সিদ্ধান্ত দুঃখজনক: ডব্লিউএইচও

0

করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’কে ব্যর্থ আখ্যা দিয়ে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, তার এ সিদ্ধান্ত অত্যান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে সংস্থাটি। খবর পার্সটুডের।

সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ডাব্লিউএইচও’র মহাপরিচালক তেদরোস আধানোম।

তিনি বলেন, ‘তার সংস্থা এখন বাকি সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে আমেরিকার বন্ধ করে দেয়া আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবে।’

এর আগে ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন, ‘বিশ্বের অন্য অনেক দেশের মতো তার দেশ ডব্লিউএইচও’কে যে নিয়মিত আর্থিক সাহায্য দিত। যা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে ডাব্লিউএইচও নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে ব্যর্থ হয়েছে; কাজেই তাকে জবাবদিহীতার আওতায় আনতে হবে।’

তবে ট্রাম্পের সমালোচকেরা বলছেন, ‘আমেরিকায় ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়া করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট নিজের ব্যর্থতা ঢাকতে ডব্লিউএইচওকে বলির পাঠা বানাচ্ছেন।’

এ সম্পর্কে ডাব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্ক চলমান থাকবে।’

এছাড়া, করোনাকে ভয়ংকর শক্র অভিহিত করে করোনা মোকাবিলায় বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুণ

Comments are closed.