টপ পোষ্ট

করোনা সন্দেহে স্ত্রীকে বাথরুমে আটকে রাখলেন স্বামী

0

করোনা ভাইরাসের আতঙ্ক বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই আতঙ্ক থেকে সৃষ্টি হয়েছে সন্দেহ। চীনা নাগরিক হলে কিংবা এদের সংস্পর্শে কেউ গেলে অথবা হাঁসি-কাশি দিলেই অন্যরা সন্দেহের দৃষ্টিতে তাকায়।

এমনই এক সন্দেহে স্ত্রীকে বাথরুমে আটকে রাখলেন লিথুয়ানিয়ার এক ব্যক্তি। পরে পুলিশের সহায়তায় বাইরে আসেন তিনি।

ঘটনায় জানা যায়, ওই ব্যক্তির স্ত্রী কয়েকদিন আগে এক চীনা নারীর সঙ্গে দেখা করেন, যিনি ইতালি থেকে এসেছেন। এরপরই করোনার সন্দেহ দানা বাঁধে ওই ব্যক্তির। স্ত্রীর করোনা হতে পারে ভেবে বাথরুমে আটকে রাখেন। খবর ডেইলি মেইলের।

ওই ব্যক্তির স্ত্রী পুলিশে ফোন করে এই ঘটনা জানান। এরপরই পুলিশ দ্রুত এসে তাকে উদ্ধার করে।

তবে অভিযুক্ত ব্যক্তির দাবি, স্ত্রীকে বাথরুমে আটকে রেখে তিনি চিকিৎসকের কাছে পরামর্শ নিচ্ছিলেন। কীভাবে সংক্রমণ থেকে বাঁচা যায় সে সম্পর্কে।

পরে স্ত্রী করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা করান ওই ব্যক্তি। চিকিৎসকেরা জানান, তিনি আক্তান্ত নন। লিথুয়ানিয়ায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন।

ইতিমধ্যে করোনা ভাইরাসটি বিশ্বের ৭৩টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন ৯০ হাজারের বেশি এবং মারা গেছেন ৩ হাজার।

আর নতুন করে এই ভাইরাসে সোমবার পর্যন্ত ইন্দোনেশিয়া, জর্ডান, পর্তুগাল, সৌদি আরব, সেনেগাল, তিউনিসিয়া, লাতভিয়া, এ্যান্ডোরায় রোগী শনাক্ত হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।

শেয়ার করুণ

Comments are closed.