টপ পোষ্ট

করোনায় খোমেনির উপদেষ্টার মৃত্যু

0

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের পর কাঁপছে মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরান। দেশটিতে সময়ের সাথে পাল্লা দিয় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল।

দেশটিতে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির একজন শীর্ষ উপদেষ্টা প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ইরানে করোনা প্রকোপে ৬০ জনের মৃত্যু হল। যা চীনের বাহিরে সর্বোচ্চ।

আজ সোমবার রাষ্ট্রীয় বেতারের বরাত দিয়ে ৭০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য মোহাম্মদ মীর মোহাম্মদী গত কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান তিনি।

এর আগে গত শুক্রবার মারা যান দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক।

অপরদিকে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ভাইরাসটির নিয়ন্ত্রণ কমিটির প্রধান ইরাজ হারিসি। এছাড়া ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকারসহ আরও ৫ সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। সবমিলে এখন আক্রান্তের সংখ্যা দেড় হাজারেরও বেশি।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় আগামী তিন দিনের মধ্যে একটি বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ভাইরাসের প্রাদুর্ভাব যাতে মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছে তেহরান। তারই অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে- আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ইরাকে। তবে এসব দেশে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চীনের স্বাস্থ্য কমিশনের সূত্রমতে, এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৫২টি দেশের এক লাখ ৩০ হাজারের বেশি মানুষের দেহে করোনা মিলেছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৪৫ হাজার মানুষ।

বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ হাজার। আর মারা গেছেন ৩ হাজার ৬০ জন। এর মধ্যে ২ হাজার ৯১২ জনই চীনা নাগরিক।

শেয়ার করুণ

Comments are closed.