টপ পোষ্ট

ইসরাইল থেকে ড্রোন কিনলো মরক্কো

0

মরক্কোর সামরিক বাহিনী ইসরাইলের কাছ থেকে তিনটি হেরন ড্রোন কিনেছে। এসব ড্রোন গোয়েন্দা কাজে ব্যবহার করবে মরক্কোর সামরিক বাহিনী। যদিও ইসরাইলের সঙ্গে মরক্কোর প্রকাশ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে গোপনে তারা গোয়েন্দা সম্পর্ক রক্ষা করে চলে।

ফ্রান্সের একটি গোয়েন্দা বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, ইসরাইল থেকে তিনটি ড্রোন কিনতে মরক্কোকে চার কোটি ৮০ লাখ ডলার খরচ করতে হয়েছে। মরক্কোর কাছে ড্রোন তিনটি ফ্রান্সের মাধ্যমে বিক্রি করেছে ইসরাইল।

২০১৪ সালে এসব ড্রোন কেনার কথা ছিল কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায় এবং গত ২৬ জানুয়ারি ফ্রান্সের ডসাল্ট কোম্পানির কাছ থেকে মরক্কো ড্রোন তিনটি কিনেছে।

মরক্কোর দক্ষিণ অংশে এবং পশ্চিম সাহারা অঞ্চলে কিছু সন্ত্রাসী গোষ্ঠী তৎপর রয়েছে। তাদের ওপর নজরদারি করার জন্য এসব ড্রোন ব্যবহার করবে বলে রাবাত সরকার পরিকল্পনা করেছে।

শেয়ার করুণ

Comments are closed.