টপ পোষ্ট

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

0

ফাইল ছবি

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন এই নেতাকে আজ শনিবার কেবিনে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন তার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের।

আবু নাসের সাংবাদিকদের বলেন, ‘মাননীয় মন্ত্রী সুস্থ আছেন। চিকিৎসকরা তাকে দুইদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’

এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান ওবায়দুল কাদের। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখানে কফ, ফুসফুস পরীক্ষা, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়।

চিকিৎসকরা জানান, তার ফুসফুসে একটু ইনফেকশন ধরা পড়েছে, বাকি সব ঠিক আছে। পরে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

উল্লেখ্য, গেল বছরের মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এই নেতা। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ১৫ মে সুস্থ অবস্থায় দেশে ফেরেন ওবায়দুল কাদের।

শেয়ার করুণ

Comments are closed.