টপ পোষ্ট

বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার সমান: প্রধানমন্ত্রী

0

খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। সবাই এখানে সমান অধিকার নিয়ে থাকবে।

আজ সোমবার খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী এ সময় কেক কেটে সারা বিশ্বের খ্রিস্টানদের বড় দিনের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার আছে। সেই অধিকার নিয়েই আপনারা বসবাস করবেন। জাতির পিতার এটাই স্বপ্ন ছিল। এই বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এই বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার নিয়ে বসবাস করবে, সমান সুযোগ নিয়ে বসবাস করবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে। কাজেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে, বিশ্বে একটা মর্যাদার স্থান পাবে, সেটাই আমাদের লক্ষ্য।’

শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালের পর বিভিন্ন জায়গায় অনেক হামলা হয়। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার ওপরই বিএনপি-জামাত জোট হামলা করেছে।’

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন