টপ পোষ্ট

ঢাকার পথে নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’

0

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনারসোনার তরীঢাকার পথে উড়াল দিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকেসোনার তরীঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। এটি শনিবার বিকেল ৪টা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

যাত্রা শুরুর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে বোয়িং ৭৮৭ সিরিজের ড্রিম লাইনারসোনার তরীউড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অনুষ্ঠানে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব . মো. মোশারফ হোসেন বাংলাদেশের পক্ষেসোনার তরী’-কে গ্রহণ করেন।

বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানবীর আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন