টপ পোষ্ট

সিডনি পৌঁছেছে বিশ্বের দীর্ঘতম বিরতিহীন বিমান যাত্রার ফ্লাইট

0

বিরতিহীন ১৯ ঘণ্টা উড়ে যাত্রীবাহী একটি ফ্লাইট রোববার সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে অবতরণ করেছে। নিউইয়র্ক থেকে বিমানটির যাত্রা শুরু হয়। এই দীর্ঘতম বিমানযাত্রাকে আকাশপথে যাত্রী পরিবহণের মাইলস্টোন হিসেবে উল্লেখ করে বিমান সংস্থা কান্তাস এয়ারলাইন্স এটিকে বাণিজ্যিক বিমান সেবার সাফল্য হিসেবে বিবেচনা করছে।

চলতি বছরে এ রকম তিনটি পরীক্ষামূলক ফ্লাইট চালানোর পরিকল্পনার এই প্রথম যাত্রায় কান্তাস ফ্লাইট কিউএফ৭৮৭৯ নিউইয়র্ক থেকে বিরতিহীন যাত্রায় সিডনি পৌঁছাতে সময় নিয়েছে ১৯ ঘণ্টা ১৬ মিনিট।

অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কান্তাস লন্ডন থেকে সিডনি পরীক্ষামূলক বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে। পরে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে নিয়মিত ফ্লাইট চালু করবে।

বিমানটিতে ৪৯ জন যাত্রী ভ্রমণ করেন। বোয়িং ৭৮৭-৯ ফ্লাইটটি ১৬ হাজার কিলোমিটার (৯ হাজার ৫শ’মাইল) পথ পাড়ি দিয়ে সিডনিতে পৌঁছায়। কোন রি-ফুয়েলিং ছাড়া এই দীর্ঘ পথ পাড়ি দেয়ার জন্য বিমানটিতে পর্যাপ্ত ফুয়েলের ব্যবস্থা রাখা হয়। সূত্র: বাসস

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন