টপ পোষ্ট

মেক্সিকোতে আকস্মিক বন্দুক হামলায় ১৪ পুলিশ নিহত

0

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্দুক হামলায় ১৪ পুলিশ কর্মকর্তা নিহত ও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সকালে দেশটির মিশোয়াচান রাজ্যে ওই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মিশোয়াচান রাজ্যের এল আগুয়াজে এলাকায় টহলরত পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। প্রভাবশালী অপরাধী সংগঠন জেলিসকো নুয়েভা জেনারেসিওন কার্টেল ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি মেসেজ থেকে তাদের জড়িত থাকার কথা জানা যায়।

এই ঘটনায় দোষীদের খুঁজে বের করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মেক্সিকোর মিশোয়াচান রাজ্যে মাদক পাচারকারী গ্রুপগুলোর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। তবে ২০১৮ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর থেকেই ওই এলাকায় মাদক চোরাচালান এবং এ ধরনের অপরাধ প্রতিহত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশেটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন