টপ পোষ্ট

নির্জন আইসল্যান্ডে বালুর নিচে ৬০টি মৃত তিমি!

0

হেলিকপ্টারে করে পশ্চিম আইসল্যান্ডে ভ্রমণে গিয়েছিলেন কয়েকজন পর্যটক। হঠাৎ হেলিকপ্টার থেকে তাদের চোখ পড়ে মাটিতে। তারপর যা দেখলেন তা সত্যি অবাক করার মতো।

তারা হেলিকপ্টার থেকে দেখেন আইসল্যান্ডের বালুর মধ্যে মরে পড়ে আছে অনেক তিমি। তা দেখে পাইলট হেলিকপ্টারটি ওই সমুদ্র তীরে অবতরণ করান এবং মৃত তিমিগুলোর ছবি তোলেন।

সংবাদমাধ্যম দ্য সান জানায়, গত বৃহস্পতিবার ভ্রমণের সময় মৃত তিমিগুলোর ছবি তোলা হয়। কী কারণে তিমিগুলো মারা গেছে, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যে জায়গায় পৃথিবীর সব থেকে বড় প্রাণীগুলো মারা গেল সে জায়গাটা বেশ নিরিবিলি এবং সাধারণ মানুষদের চলাফেরা এখানে নিয়ন্ত্রিত। এ ছাড়া, জায়গাটায় গাড়ি চলাচলও নিষিদ্ধ।

এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তিমি মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করছে।

এদিকে, সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হেলিকপ্টারের পাইলট বলেন, তিনি প্রায় ৬০টি মৃত তিমি দেখতে পান। তিনি আরো বলেন, মৃত তিমির সংখ্যা অনেক বেশি হতে পারে।

পাইলট বলেন, ‘আমরা ওই সমুদ্র তীরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলাম। মৃত তিমিগুলোকে আমরা প্রথমে সিল অথবা ডলফিন ভেবেছিলাম। কিন্তু পরে কাছে গিয়ে দেখলাম বালুর নিচে চাপা পড়ে মরে আছে প্রায় ৬০টি তিমি।’

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন