টপ পোষ্ট

কলকাতার পাতিলেবু ছাড়া আমি চলতেই পারি না: জয়া

0

 

 

 

 

 

 

সম্প্রতি শিবপ্রসাদ-নন্দিতা রায় পরিচালিত ছবি ‘কণ্ঠ’ মুক্তি পেয়েছে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

পশ্চিমবঙ্গের সিনেমায় জয়া এখন প্রায় নিয়মিত অভিনেত্রী হয়ে উঠছেন। কারণ তার একের পর এক ছবি মুগ্ধ করে চলেছে দুই বাংলার দর্শককেই। বাংলাদেশের এই অভিনেত্রী দুই বাংলাতেই সমান দক্ষতায় কাজ করে চলেছেন।

কাজের সুবাদে তাকে এপার-ওপার আসা যাওয়া করতেই হয়। এই আসা যাওয়ার সময় জয়ার লাগেজে সব সময় কী থাকে? ‘কণ্ঠ’ সিনেমার প্রচারে গিয়ে এমন প্রশ্নে মুখোমুখি হতে হয় তাকে।

জয়ার কাছে জানতে চাওয়া হয় কলকাতা থেকে বাংলাদেশে ফেরার সময় সঙ্গে করে কী নিয়ে ফেরেন তিনি? জয়া বলেন, সঙ্গে করে পাতিলেবু নিয়ে যাই। কলকাতার পাতিলেবু ছাড়া আমি একদম চলতেই পারি না। আমার লাগেজ খুললেই পাতিলেবু পাবে।

জয়া আরো জানান, তাছাড়া আমার একজন বোন আছে, তার জন্য খেলনা নিয়ে যেতে হয়।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন