টপ পোষ্ট

সামরিক খাতে বিশ্বে কার কত ব্যয়?

0

স্নায়ুযুদ্ধের পর গত বছর বিশ্বে সামরিক খরচ ছিল সবচেয়ে বেশি। আর এই খরচে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব। সুইডেনভিত্তিক একটি গবেষণা সংস্থা এই তথ্য জানিয়েছে।

বুধবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) প্রতিবেদনে বলা হয়, আগের বছরের বৈশ্বিক পর্যায়ে সামরিক খরচ বেড়েছে ১.৭৩ ট্রিলিয়ন ডলার, যা ১.১ শতাংশ বেশি।

সামরিক খরচের ক্ষেত্রে বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। তাদের খরচ ছিল ৬১০ বিলিয়ন ডলার। বিশ্বের মোট সামরিক খরচের ৩৫ শতাংশ করে দেশটি। পরের অবস্থানে থাকা সাতটি দেশের সম্মিলিত মোট খরচের চেয়ে এই খরচ বেশি।

চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খরচ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে চীন। গত বছর দেশটির প্রতিরক্ষা খরচ ছিল ২২৮ বিলিয়ন ডলার, যা তার আগের বছরের চেয়ে ১২ বিলিয়ন ডলার বেশি।

এসআইপিআরআই জানিয়েছে, ২০০৮ সাল থেকে ২০১৩ সালের মধ্যে সামরিক খাতে চীনের খরচ দ্বিগুন হয়েছে।

এদিকে সামরিক ব্যয়ে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে সৌদি আরব। গত বছর সারা বিশ্বে এই খাতে খরচ বাড়লেও কমেছে রাশিয়ার। আগের বছরের চেয়ে ২০ শতাংশ প্রতিরক্ষা খরচ কমিয়েছে তারা। ১৯৯৮ সালের পর এই প্রথম দেশটি সামরিক ব্যয় কমালো।

এরপর আছে যথাক্রমে ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও দক্ষিণ কোরিয়া।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন