টপ পোষ্ট

কুতুপালং ক্যাম্পে দু’গ্রুপে সংষর্ষ, ১৬ রোহিঙ্গা গ্রেপ্তার

0

কক্সবাজারের উখিয়াস্থ কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপে সংষর্ষের ঘটনায় জড়িত ১৬ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। শনিবার (১০ অক্টোবর) সকালে উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনারপাড়া চেকপোস্টে পৃথক অভিযানে এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারস্থ এপিবিএন-১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক (পুলিশ সুপার) মো. হেমায়েতুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ছিল। তারা গ্রেপ্তারের ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিল।

এপিবিএন অধিনায়ক বলেন, শনিবার সকালে এপিবিএন-এর উখিয়ার বালুখালী চেকপোস্টের সদস্যরা তল্লাশী করে ক্যাম্প থেকে পালানোর সময় ৪টি রামদাসহ ৪ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। সম্প্রতি কুতুপালং ক্যাম্পে সংঘটিত দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তারা জড়িত ছিল।

গ্রেপ্তারকৃতরা হল- জিয়াউর রহমান (৩০), মো. উসমান (৩০), সৈয়দ উল্লাহ (২৮) ও মো. রফিক (৩০)। তারা উখিয়ার বালুখালী ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

এদিকে একইদিন সকালে উখিয়ার সোনারপাড়া চেকপোস্টে তল্লাশীকালে ১২ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মো. হেমায়েতুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সন্ত্রাসীরা জড়িত ছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে তারা ক্যাম্প এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল।

গ্রেপ্তারকৃতরা হল- এজাজুল হক (৬০), রহমত উল্লাহ (২৯), সোনা মিয়া (২১), রশিদ উল্লাহ (১৫), ইয়াচের (২১), উসমান (২১), ইসমাঈল (১৬), কবির আহম্মদ (৪০), সুলতান আহম্মেদ (৪০), আইয়ুব সালাম (২৫), আবুল কাশেম (১৮), মো. রফিক উল্লাহ (৩০),

গ্রেপ্তারকৃত এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের সংশ্লিষ্ট মামলায় আসামি দেখিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এপিবিএন-১৬ ব্যাটালিয়ানের এ অধিনায়ক হেমায়েতুর।

শেয়ার করুণ

Comments are closed.