সিলেটের
জকিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য
নিহত হয়েছেন। শুক্রবার
রাতে জকিগঞ্জের মরিচা এলাকায় এ
‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। পুলিশের
দাবি নিহত ব্যক্তি ডাকাত
সদস্য।
জকিগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন
নাসের এ তথ্য নিশ্চিত
করেছেন।
তিনি জানান, মরিচা এলাকায়
রাতে ডাকাতির প্রস্তুতিকালে খবর পেয়ে পুলিশ
উপস্থিত হলে ‘বন্দুকযুদ্ধে’র
ঘটনা ঘটে। এতে
এক ডাকাত সদস্য নিহত
হয়। নিহত
ডাকাতের পরিচয় তাৎক্ষণিক পাওয়া
যায়নি।
ঘটনাস্থল
থেকে অস্ত্র উদ্ধার করা
হয়েছে। বন্দুক
যুদ্ধে ৩/৪ জন
পুলিশ সদস্যও আহত হয়েছেন
বলে ওসি জানান।