টপ পোষ্ট

অল্পের জন্য বেঁচে গেলেন অভিনেত্রী এষা গুপ্তা

0

সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য বেঁচে গেলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা।
দুর্ঘটনায় আঘাত লাগার পর পরই আহতাবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা
হয়। প্রাথমিক চিকিৎসার পর এষা গুপ্তা সুস্থ আছেন বলে জানা গেছে।

জানা গেছে, বুধবার রাতে বাড়ি ফেরার পথে আচমকাই এষা গুপ্তার গাড়িতে এসে ধাক্কা
দেয় অন্য একটি গাড়ি। দুর্ঘটনায় সামান্য আঘাত লাগে তাঁর। দুর্ঘটনার পর পরই হাসপাতালে
ভর্তি হন তিনি। সেই সঙ্গে মুম্বাই পুলিশের কাছেও সাহায্য চেয়ে নেন।

এষার গাড়িতে ধাক্কা দেওয়া গাড়ির ছবি ট্যুইটারে শেয়ার করে, মুম্বাই পুলিশের
কাছে সাহায্য চান বলিউডের এই অভিনেত্রী। এষার টুইট নজরে আসার পরই বিষয়টি নিয়ে ততপর
হয়ে যায় পুলিশ। ফলে মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে এরপর একটি পালটা টুইটও করেন এষা
গুপ্তা।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন