আজ ২২ আগস্ট,
২০১৯। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন
হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা।
আপনার জন্ম সংখ্যা
: ৪।
আপনার ওপর প্রভাবকারী
গ্রহ : বুধ ও ইউরেনাস।
আপনার শুভ সংখ্যা
: ৪ ও ৫।
শুভবার : রবি
ও বুধবার।
শুভ রত্ন : গার্নেট
ও পান্না।
মেষ রাশি (২১
মার্চ-২০ এপ্রিল):
আপনি যদি মেষ
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায়
থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক
থাকুন।
বৃষ রাশি (২১
এপ্রিল-২০ মে):
আপনি যদি বৃষ
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মামলা মোকদ্দমা
এড়িয়ে চলার চেষ্টা করুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা
করা ঠিক হবে না।
মিথুন রাশি (২১
মে-২০ জুন):
আপনি যদি মিথুন
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। উপার্জন
বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। প্রয়োজনে বড়ো
ভাইবোনদের সহযোগিতা গ্রহণ করুন।
কর্কট রাশি (২১
জুন-২০ জুলাই):
আপনি যদি কর্কট
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ পিতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। তবে অসুস্থ
পিতার চিকিত্সার ব্যাপারে গাফিলতি করা ঠিক হবে না। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। সামাজিক
ক্ষেত্রে কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।
সিংহ রাশি (২১
জুলাই-২১ আগস্ট):
আপনি যদি সিংহ
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। জীবনকে অর্থবহ
করার চেষ্টা করুন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত দিক ভালো যেতে পারে।
ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি (২২
আগস্ট-২২ সেপ্টেম্বর):
আপনি যদি কন্যা
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা
হতে পারে। ব্যাবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিৎসা নিলে
ভালো করবেন।
তুলা রাশি (২৩
সেপ্টেম্বর-২২ অক্টোবর):
আপনি যদি তুলা
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। তবে
গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন। আপনজন কেউ শত্রুতা
করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি
(২৩ অক্টোবর-২১ নভেম্বর):
আপনি যদি বৃশ্চিক
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে
কোনো ঝামেলা হতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার মতানৈক্যে জড়ানো ঠিক
হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।
ধনু রাশি (২২
নভেম্বর-২০ ডিসেম্বর):
আপনি যদি ধনু
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের
কোনো বিষয় চিন্তার কারণ হতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। শিল্প সংস্কৃতির
প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মতামত যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন।
মকর রাশি (২১
ডিসেম্বর-১৯ জানুয়ারি):
আপনি যদি মকর
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা
গ্রহণ করুন।
কুম্ভ রাশি (২০
জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
আপনি যদি কুম্ভ
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। দূর থেকে
কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত সংবাদ ভালোভাবে যাচাই করে নিন। শরীর কিছুটা অসুস্থ
হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
মীন রাশি (১৯
ফেব্রুয়ারি-২০ মার্চ) :
আপনি যদি মীন
রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নে ব্যয় বৃদ্ধি
পেতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। মূল্যবোধ বজায়
রাখুন।