টপ পোষ্ট

জমকালো আয়োজনে সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনা

0

জাতীয় দলের তারকা
ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের বিবাহোত্তর সংবর্ধনা বা বৌভাত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার
মিরপুর ১৪ নম্বরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

অবশ্য সাব্বিরের
বিয়ের ফুল ফুটেছে কয়েক মাস আগেই। চলতি বছর মার্চে বান্ধবী অর্পার সঙ্গে গাঁটছড়া বাঁধেন।
তবে খেলা থাকায় তখন বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি তিনি। সে সময় সাব্বির বলেছিলেন,
‘অনুষ্ঠান যখন করব, সবাইকে জানাব।’

বিশ্বকাপ শেষে
সব ঝামেলা আপাতত শেষ। তাই বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন সাব্বির।

সংবর্ধনা উপলক্ষে
তিনি চার দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। যার প্রথম ধাপ হিসেবে গত শনিবার হয়ে
গেল জাঁকজমকপূর্ণ হলুদ অনুষ্ঠান।

এরপর গত রোববার
কনেপক্ষের বাড়িতে বরযাত্রী অনুষ্ঠান। একদিন বাদে গতকাল মঙ্গলবার হলো বৌভাত। এরপর রাজশাহীতে
নিজের এলাকায় ২৫ আগস্ট আরেকটি বৌভাত অনুষ্ঠানের বন্দোবস্ত করেছেন ২৭ বছর বয়সী সাব্বির।

সাব্বিরের স্ত্রীর
নাম মালিহা তাসনিম অর্পা। তিনি উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন