কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। রোববার দুপুরে কুমিল্লা-নোয়াখালী সড়কের লালমাইয়ের বাগমারার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুদার জানান, লাকসামগামী তিসা পরিবহনের একটি বাসের সঙ্গে কুমিল্লাগামী সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।
গুরুতর আহত ২ শিশুকে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। অন্য নিহত ৫ জনের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।