ময়মনসিংহের গৌরীপুরে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রফিকুল ইসলাম, স্ত্রী নাজমুন্নাহার শাহীন, পুত্র নাদিম ও কন্যা রন জাহান।
পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জের কানারামপুর থেকে ময়মনসিংহে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গৌরীপুরের রামগোপালপুর এলাকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজমুন্নাহার মারা যায়। ৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পর অপর ৩ জন মারা যায়। আহত চালক ও রফিকুল ইসলামের শিশু পুত্রকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতদের গ্রামের বাড়ি নেত্রকোনার সুসং দুর্গাপুর সাকাইয়াচন্ডীগড় এলাকায়। নরসিংদিতে রফকিুল ইসলামের একটি টেক্সটাইল মিল আছে। একই পরিাবরের ৪ জনের মৃত্যুতে হাসপাতাল প্রাঙ্গণ স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে।
নিহত রফিকুলের ভাতিজা আনিসুজ্জামান জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ময়মনসিংহে যাচ্ছিলেন একই পরিবারের সবাই।