পটুয়াখালীর বাউফলের
কালিশুরী ইউপির শিবপুর গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে বুধবার
সকালে গফুর ওরফে মারুফ (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম আবুল
কালাম রাঢ়ী।
পুলিশ ও স্থানীয়রা
জানান, অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে স্কুলের পথে প্রায়ই নানাভাবে বিরক্ত করতো
গফুর। মঙ্গলবার রাতে কৌশলে বসতঘরের শয়ন কক্ষের জানালা খুলে ভেতরে প্রবেশ করে ওই ছাত্রীকে
জোরপূর্বক ধর্ষণ করে সে।
এ ঘটনায় বুধবার
সকালে থানায় মামলা করেন ছাত্রীর বাবা। তবে গফুরের দাবি ওই ছাত্রীর সঙ্গে দেড় বছর আগে
থেকে প্রেমের সম্পর্ক ছিল তার। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদরের পটুয়াখালী
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে উল্লেখ করে বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ
মোস্তাফিজুর রহমান বলেন,‘অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’