টপ পোষ্ট

খুলনায় ডেঙ্গুতে রমনা পার্কের পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

0

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর রমনা পার্কের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে মোহাম্মদ রাসেল (৩২) নামের ওই যুবক
মারা যায়।

রাসেল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া
উপজেলার নারিকেলবাড়ি গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে। তিনি ঢাকার রমনা পার্কে পরিচ্ছন্নতা
কর্মীর কাজ করতেন।

খুলনার সিভিল সার্জন এ এস এম
আব্দুর রাজ্জাক বলেন, রাসেল সম্প্রতি ডেঙ্গু জ্বর নিয়ে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি হন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়।

উল্লেখ্য, সব মিলিয়ে এ বছর ডেঙ্গু
আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে । এর মধ্যে চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনেই
হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। সরকারী হিসেব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে
আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন