আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এবং
সড়ক পরিবহন
ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের
বলেছেন, ফিরতি
ঈদযাত্রা অনেকটা
স্বস্তিদায়ক হবে। সোমবার সকালে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদুল আজহার নামাজ
শেষে সাংবাদিকদের
তিনি এ
কথা বলেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ
হাসিনার নেতৃত্বে
সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূল উৎপাটন
করা হবে
বলেও মন্তব্য
করেন ওবায়দুল
কাদের।
বলেন, একটি
অসাম্প্রদায়িক রাষ্ট্র্র আমাদের সবার কামনা। আজকের দিনে এটাই হোক
আমাদের প্রার্থনা।
এ সময় উপস্থিত
ছিলেন নোয়াখালী-৪ আসনের
সংসদ সদস্য
একরামুল করিম
চৌধুরী, বসুরহাট
পৌর মেয়র
আব্দুল কাদের
মির্জা, কোম্পানীগঞ্জ
উপজেলা আওয়ামী
লীগ সভাপতি
খীজির হায়াত
খান, কেন্দ্রীয়
ছাত্রলীগ নেতা
নুরুল করিম
জুয়েল, স্বাধীনতা
ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম
রাহাত, প্রেসক্লাব
কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল,
সাধারণ সম্পাদক
গিয়াস উদ্দিন
রনি অন্যান্যরা।