টপ পোষ্ট

শুক্রবারের রাশিফল

0

আজ ৯ আগস্ট ২০১৯, শুক্রবার। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান
করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা।

আপনার জন্ম সংখ্যা : ৯।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ : রবি ও মঙ্গল।

আপনার শুভ সংখ্যা : ১ ও ৯।

শুভ বার : রবি ও মঙ্গল।

শুভ রত্ন : রুবী ও রক্তপ্রবাল।

জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০
এপ্রিল) :

আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ দিনটি মিশ্র সম্ভাবনাময়।
শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যবসায়িক দিক খুব
একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০
মে) :

আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ পারস্পরিক সামাজিক সম্পর্ক
ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বিক্রয়-বাণিজ্যে
লাভবান হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন রাশি (২১ মে-২০
জুন):

আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ শরীর ভালো যাবে না। সাময়িক
কোনো অসুস্থায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা
করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০
জুলাই):

আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে বিদ্যার্থীদের জন্য দিনটি
শুভ। শিক্ষার্থীরা পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন।
সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সাংস্কৃতিক কাজে অংশ নিতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১
আগস্ট):

আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ
বৃদ্ধি পেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে
পারে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২
সেপ্টেম্বর):

আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক
বজায় থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২
অক্টোবর):

আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ বাড়িতে অতিথি সমাগম হতে
পারে। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আত্মীয়
কারো সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১
নভেম্বর):

আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ শরীর ভালো থাকবে। মানসিক
প্রশান্তি বজায় থাকতে পারে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য
পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০
ডিসেম্বর):

আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মামলা-মোকদ্দমা
এড়িয়ে চলুন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯
জানুয়ারি):

আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক
বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের গভীরে লালিত
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮
ফেব্রুয়ারি):

আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কর্মপরিবেশ অনুকূল থাকবে।
কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য
ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):

আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন