ভারতের
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা
পার্টির প্রবীণ নেতা সুষমা
স্বরাজ মারা গেছেন।
মঙ্গলবার
রাতে দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের
মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন তিনি। তার
মৃত্যুতে শোক ও শ্রদ্ধা
জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি।
টুইট বার্তায় মোদি লিখেছেন, ভারতীয়
রাজনীতির একটি দুর্দান্ত অধ্যায়ের
শেষ হল। ভারত
তার এক অসাধারণ নেতার
মৃত্যুতে শোক করছে, যিনি
মানুষের সেবা এবং দরিদ্রদের
জীবনযাত্রার উন্নতির জন্য তার জীবন
উৎসর্গ করেছেন।
এছাড়া,
এক টুইট বার্তায় সুষমা
স্বরাজের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
স্থানীয়
সময় বুধবার দুপুর বারোটা
থেকে দুপুর তিনটা পর্যন্ত
শেষবারের মতো দেখার জন্য
দলীয় কার্যালয়ে রাখা হবে সুষমা
স্বরাজের মরদেহ।