জিলহজ মাসের চাঁদ
দেখা গেছে। আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায়
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার মাগরিবের
নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক
করে। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি
শেখ মো. আব্দুল্লাহ।
সভা শেষে জানানো
হয়, বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
সে হিসেবে ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে
বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ
দেখা যাওয়ায় সেখানে ঈদুল
আজহা উদযাপিত হবে ১১ অগাস্ট;
আর তার আগের দিন
হবে হজ।
সারা বিশ্ব থেকে হজ
করতে সৌদি আরবে জড়ো
হওয়া লাখো মানুষ সেদিন
আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের
সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ
হবে তাদের হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ
থেকে এবার এক লাখ
২৭ হাজার মানুষ হজ
করার কথা রয়েছে।